বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিক কারিকুলাম বাস্তবায়ন এবং যুগোপযোগী শিক্ষাদান কার্যক্রম পরিচালনায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নিরিবিলি পরিবেশে অবস্থিত আদর্শ বি এল উচ্চ বিদ্যালয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অত্র এলাকার জ্ঞানী বিদ্যোৎসাহী ব্যক্তিদের উদ্যোগে বিদ্যালয়টি ১৯৬৪ সালে স্থাপিত হয়।বিদ্যালয়ে অদ্যাবধি প্রধান শিক্ষক হিসেবে ০৯ জনের নাম প্রধান শিক্ষক কার্যকাল বোর্ডে লিপিবদ্ধ আছে। প্রতিষ্ঠানে বর্তমানে নতুন কারিকুলাম ভিত্তিক শিক্ষা চালু আছে এবং এটি সহশিক্ষামুলক প্রতিষ্ঠান। অতীতের ন্যায় বর্তমানেও বিদ্যালয়টি স্ব-মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বিদ্যালয়টি এলাকাবাসীর অহংকার।