পৃথিবীতে কিছু কিছু মানুষ শুধু নিজেদের নিয়ে ভাবেন না। দেশ,জাতি ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবনা তাঁদেরকে তাড়িত করে। সেই স্বেচ্ছাপোলব্ধি থেকেই জন্ম হয় ভাল কিছুর যা অনন্তকাল মানব কল্যাণে ভূমিকা রেখে চলে। এমনি কিছু উদ্যমি ও ত্যাগি মানুষের প্রচেষ্টায় গড়ে উঠে অত্র বিদ্যালয়টি। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে বেশ কয়েকজন উদ্যোক্তার সক্রিয় অংশগ্রহন লক্ষনীয় । এর বাইরেও এলাকার সর্বস্তরের মানুষ বিভিন্নভাবে সহায়তা করেছেন। একটি বাঁশ বা এক টুকরা কাঠ সহায়তাও প্রতিষ্ঠাকালের প্রেরণাকে বেগবান করে তোলে । তাই কাগজ পত্রে লিপিবদ্ধ ব্যক্তিবর্গের পাশাপাশি যারা বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে নুন্যতম সহায়তা করেছেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাঁদের মধ্যে যাঁরা বেচে আছেন তাঁদের সুস্বাস্থ্য এবং যাঁরা পরপারে পাড়ি জমিয়েছেন তাঁদের সবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
বর্তমানে মানসম্মত ভৌত অবকাঠামো, উন্নত কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও সহশিক্ষা চালু হয়েছে। অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক শিক্ষিকা ও দক্ষ ম্যানেজিং কমিটি, গুনগতমান সম্পন্ন শিক্ষা বিস্তারে ও সু-নাগরিক গঠনে সদা জাগ্রত। পরিশেষে বিদ্যালয়টি আগামী দিনে প্রকৃতপক্ষে আদর্শ উচ্চ বিদ্যালয়ে অধিষ্ঠিত করার জন্য সবার সজাগ দৃষ্ঠি, মতামত ও পরামর্শ কামনা করছি।
মোঃ লুৎফর রহমান
প্রধান শিক্ষক